প্রকাশনার সময়: বৃহস্পতিবার ২৯, মার্চ ২০১৮

সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে কবি সাহিত্যিকদের সম্মাননা পদক প্রদান ২০১৮:ফারুক মোহাম্মদ ওমর

Share on:

সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে কবি সাহিত্যিকদের সম্মাননা পদক প্রদান ২০১৮:ফারুক মোহাম্মদ ওমর

সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে নবীন কবি সাহিত্যিক লেখকদের সম্মাননা পদক প্রদান ২০১৮ প্রতিবেদক:ফারুক মোহাম্মদ ওমর আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে গত ২৪ শে ফেব্রুয়ারী২০১৮ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সেমিনার কক্ষে সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে নবীন কবি সাহিত্যিক, ও লেখকদের নিয়ে সম্মাননা পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে ৫ জন মনোনিত কবি, নাট্যকারকে সম্মাননা পদক প্রদান করা হয়।তাঁরা হলেন- নাটকে আব্দুল্লাহিল কাফি ও হুসনে মোবারক, কবিতায় হাসনাঈন ইকবাল, অনুবাদে নূর মোহাম্মদ আবু তাহের, সম্পাদনায় ইয়াসিন মাহমুদ। সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সভাপতি কবি মোশাররফ হোসেন খানের সভাপতিত্বে এবং। সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সহকারী সেক্রেটারি শাহাদাতুল্লাহ টুটুল ও মাহবুব মুকুলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন আশির দশকের বিশিষ্ট কবি আসাদ বিন হাফিজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সেক্রেটারি যাকিউল হক জাকী। প্রধান অতিথি আসাদ বিন হাফিজ বলেন বিশেষ অতিথি বিশিষ্ট কথা সাহিত্যিক মাহবুবুল হক বলেন- সোনার গাঁ সমাচারের সম্পাদক এটিএম মমতাজুল করিম বলেন- পদকপ্রাপ্ত কবি নাট্যকাররা তাঁদের অনুভূতি ব্যক্ত করেন এভাবে- কবি মোশাররফ হোসেন খান বলেন মাতৃভাষার মর্যাদা সমুন্নত করে রাখতে আড়ম্বরতা নয়, বরং আন্তরিকতার মাধ্যমে ভাষা-শহীদদের সম্মান জানিয়ে অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে চলে শিল্পীদের গান যা স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ করে স্বপ্ন দেখায় সুন্দর এক বাংলাদেশের।