প্রকাশনার সময়: মঙ্গলবার ২২, জানুয়ারী ২০১৯

পাচঁ ওয়াক্ত নামাজের পরিবর্তে মাত্র দুই ওয়াক্ত নামাজের অনুমতি আছে রাশিয়ার বৃহত্তম কুল শরিফ মসজিদে

Share on:

পাচঁ ওয়াক্ত নামাজের পরিবর্তে মাত্র দুই ওয়াক্ত নামাজের অনুমতি আছে রাশিয়ার বৃহত্তম কুল শরিফ মসজিদে

►Click Here For Subscription : http://bit.ly/PanvisionTV মাত্র দুই ওয়াক্ত নামাজের অনুমতি আছে রাশিয়ার বৃহত্তম কুল শরিফ মসজিদে Drishtipat (দৃষ্টিপাত) Script: Faruque Mohammod Omar Voice: Sharif Bayzid Mahmud Produced by Panvision TV রাশিয়ার সর্ববৃহৎ নদী ভলগা। ৩৫৩০ কিলোমিটার দীর্ঘ এই নদী ছুঁয়ে গেছে এবারের বিশ্বকাপ ফুটবলের তিন ভেন্যু কাজান, সামারা এবং নিজনি নভগরড শহরকে। কাজান এরিনা (স্টেডিয়াম) এবং সামারা এরিনার কাছ দিয়ে বয়ে গেছে এই ভলগা নদী।আর এর তীরেই অবস্থিত কুল শরিফ মসজিদ। কাজান রাশিয়ার অন্যতম মুসলিম স্টেট তাতারস্থানের রাজধানী এবং রাশিয়ার তৃতীয় বৃহত্তম সিটি । তাতারস্থানের জনগোষ্ঠীর ৬০ ভাগ মুসলমান।প্রচুর মসজিদ রয়েছে কাজানসহ পুরো তাতারস্থানে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং দৃষ্টিনন্দন কুল শরিফ মসজিদ। এই মসজিদে নিয়মিত জুমার নামাজ আদায় করেন মুসলমানরা। ঈদের নামাজও হয়। তখন মুসলমানদের ঢল নামে কুল শরিফ মসজিদে। কিন্তু দর্শক আপনারা জেনে অবাক হবেন এ মসজিদে পাচঁ ওয়াক্ত নামাজের পরিবর্তে দুই বেলা নামাজ পড়ার বিধান টানানো আছে মসজিদের গেইটে।সকাল ৯টা থেকে ৭টা পর্যন্ত খোলা থাকে এই মসজিদ। নামজের সময় ছাড়া বাকি সময়ে বন্ধ থাকে এই মসজিদের দরজা। বন্ধ না রেখে যে উপায়ও নেই গ্রীষ্মকালে দর্শনার্থীরা বিশেষ করে মহিলারা স্বল্প পোশাকে ঘুরতে এবং ছবি তুলতে আসেন এখানে। পুরো মসজিদ চত্বরকে বলা হয় কাজান ক্রেমলিন। মসজিদের ১০০ গজ দূরেই অবস্থান বিশাল এক গির্জার। নাম ব্লাগোভিশানস্কি চার্চ। যা দুই ধর্মের মানুষের মধ্যে এক অনাবিল সম্প্রতির বন্ধন তৈরী করেছে। ১৫৫২ সালে কমিউনিস্ট আমলে কাজান শহর আক্রমণের শিকার হলে অন্য সব এলাকার মতো তাতারস্থানেও বহু মসজিদ এবং বহু গির্জ ধ্বংস করা হয়েছিল ।তখন কাজান রক্ষায় যুদ্ধে নামেন ইমাম কুল এবং তার ছাত্ররা। সেই যুদ্ধে মারা যান ইমাম কুল। মসজিদের ভেতরে অবস্থান করছিলেন ইমাম কুল। তাকেসহ পুড়িয়ে ফেলা হয় মসজিদটি। ◼️Follow us on: 🏳️Facebook : https://www.fb.com/panvisiontv 🌍Twitter : https://twitter.com/PanvisionTv 🌎Google+ : https://google.com/+PanVisionTv 🌐Live TV : http://panvision.tv 🌐Jagobd : http://www.jagobd.com/panvision-tv *** ANTI-PIRACY WARNING *** This content's Copyright is reserved for Panvision TV. The unauthorized reproduction, re-upload to social media is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the material.