প্রকাশনার সময়: সোমবার ৯, এপ্রিল ২০১৮
স্টার ভয়েস কনটেস্ট বাংলাদেশ ২০১৭ | Manik Music Star Voice Contest of Bangladesh 2017
প্রতিবেদক:ফারুক মোহাম্মদ ওমর
Dristipat - 49
স্টার ভয়েস কনটেস্ট ২০১৮। জীবনমুখী গানের চেতনাকে সামনে রেখে নিজের কথা, সুর ও গাওয়া গান দিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শুদ্ধ সংস্কৃতিকে ছড়িয়ে দিয়ে নতুন প্রজন্মের শিল্পীদের বাংলার শেকড়ের সংস্কৃতি চর্চায় সংগীত প্রতিভার অন্বেষণমূলক এই ইভেন্টটির অনুপ্রেরক দুই বাংলার জনপ্রিয় শিল্পী নচিকেতা চক্রবর্তী। আয়োজন করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী, লেখক ও সাংবাদিক আমিরুল মোমেনীন মানিক।
জমকালো আয়োজনে স্টার ভয়েস ২০১৭ নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের ইমতিয়াজ আহমেদ।যৌথভাবে রানার আপ হয়েছেন লামনিরহাটের এবি সিদ্দিক এবং ঢাকার আব্দুল্লাহ বিন ফায়েজ।
গতকাল ৬ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় বিশ্বসাহিত্য কেন্দ্রে বসে স্টার ভয়েস কনটেস্টের গালা রাউন্ডের জমজমাট আসর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ আজাদ রহমান। অনুষ্ঠানটি উপস্থাপন করেন আরজে টুটুল, জহিরুল ইসলাম ও তাসমিন।
মানিক মিউজিক নামে ইউটিউবভিত্তিক এই প্রতিযোগিতায় দেশ ও দেশের বাইরের বিভিন্ন জায়গা থেকে শিল্পীদের কণ্ঠে গান জমা পড়েছিল এক হাজার ৯২৫টি। গত ছয় মাস যাচাই ও বাছাই করে সেখান থেকে চূড়ান্ত পর্বের জন্য উত্তীর্ণ করা হয় পাঁচজন প্রতিযোগিকে।
মূলপর্বের এই আসরে সেলিব্রেটি বিচারক হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত গীতিকবি ও সংগীতজ্ঞ শহীদুল্লাহ ফরায়জী। স্টার মেকার বিচারক হিসেবে জনপ্রিয় লেখক, নাট্যকার ও গীতিকার অনুরূপ আইচ এবং স্টার ভয়েস বিচারকের আসনে ছিলেন নাট্যকার ও গীতিকার রেজাউর রহমান রিজভী। চূড়ান্ত পর্বের বিচারকর্মের সমন্বয়ক হিসেবে ছিলেন রেডিও ব্যক্তিত্ব ও কবি আবিদ আজম ।
অনুষ্ঠানে প্রতিযোগিতার চূড়ান্ত শিল্পীদের গানের পাশাপাশি জনপ্রিয় কণ্ঠশিল্পী আগুন, তানজিনা রুমা, শাহরিয়ার রাফাত, ক্ষুদে গানরাজ পুষ্পিতা, আব্দুল গনি বিদ্বান এবং আমিরুল মোমেনীন মানিক গান পরিবেশন করেন।
======================================================
ANTI-PIRACY WARNING
---------------------------------------
This content's Copyright is reserved for Panvision TV. Any unauthorized re-upload, reproduction, or, redistribution is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the material.
///////////////////////////////////////////////////////////////////////////////////////////////
► Don't Forget to Subscribe Our Channel: http://bit.ly/PanvisionTV
◼️Follow us on:
🏳️Facebook: https://www.facebook.com/panvisiontv
🌍Twitter: https://twitter.com/PanvisionTv
🌎Google+: https://google.com/+PanVisionTv
🌐Live TV: http://panvision.tv
🌐Jagobd: http://www.jagobd.com/panvision-tv