প্রকাশনার সময়: বুধবার ২৬, ডিসেম্বর ২০১৮

বিংশ শতাব্দির ইতিহাসে বাংলা সাহিত্যের আকাশে এক নক্ষত্রের নাম কবি তালিম হোসেন এর জন্মশতবর্ষ উদযাপন

Share on:

বিংশ শতাব্দির ইতিহাসে বাংলা সাহিত্যের আকাশে এক নক্ষত্রের নাম কবি তালিম হোসেন এর জন্মশতবর্ষ উদযাপন

►Click Here For Subscription : http://bit.ly/PanvisionTV দৃষ্টিপাত ৭১ (Dristipat 71): Script: Faruque Mohammad Omar Voice: S B Mahmud মুসলিম জাতিসত্তার কবি তালিম হোসেন এর জন্মশতবর্ষ উদযাপন ২০১৮ বিংশ শতাব্দির ইতিহাসে বাংলা সাহিত্যের আকাশে এক নক্ষত্রের নাম কবি তালিম হোসেন। চলি¬শ দশকের এই শক্তিমান কবি, নজরুল একাডেমির প্রতিষ্ঠাতা হিসেবে নজরুল প্রাতিষ্ঠানিক গবেষণা ও চর্চার পথিকৃৎ হিসেবে বেশ সমাদৃত।তিনি মানবতাবাদী ,সাম্য, শান্তি ও কল্যাণের আদর্শে বিশ্বাসী বলেই তাঁর সৃষ্টিকর্মে আদর্শ, ঐতিহ্য মূল্যবোধের ছোঁয়া পাওয়া যায় বলে অভিমত ব্যক্ত করেন বিশিষ্টজনেরা। এই গুণি কবির বিগত ২১ শে ডিসেম্বর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে কবি তালিম হোসেন এর জন্মশতবর্ষ উদযাপন করা হয় এক জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে ।এতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান ।তিনি বলেন জাতীয় অধ্যাপক ও নজরুল গবেষক ড. রফিকুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখবেন- কবি আসাদ চৌধুরী, কবি মুহম্মদ নূরুল হুদা, শিশুসাহিত্যিক আলী ইমাম, কবি জাহানারা আরজু, শিল্পী মুস্তাফা জামান আব্বাসী, অধ্যাপক মুহম্মদ মতিউর রহমান, কথা সাহিত্যিক হাজেরা নজরুলসহ অন্যান্য বরেণ্য কবি-সাহিত্যিক ও শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে কবির রচিত কবিতা ও গান নিয়ে দেশের প্রতিথযশা আবৃত্তিকার ও শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।দেশের সকল মহলের শুভানুধ্যায়ী, সাহিত্য-সংস্কৃতি অনুরাগী এবং আত্মীয় পরিজনকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য কবির জ্যেষ্ঠ কন্যা বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী শবনম মুশতারী সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ◼️Follow us on: 🏳️Facebook : https://www.fb.com/panvisiontv 🌍Twitter : https://twitter.com/PanvisionTv 🌎Google+ : https://google.com/+PanVisionTv 🌐Live TV : http://panvision.tv 🌐Jagobd : http://www.jagobd.com/panvision-tv *** ANTI-PIRACY WARNING *** This content's Copyright is reserved for Panvision TV. The unauthorized reproduction, re-upload to social media is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the material.